চকরিয়ায় ‘গরু চোর’ আখ্যা দিয়ে নির্মমভাবে পেটানো মা ও মেয়ের শারীরিক অবস্থার অবনতি
- আপডেট সময় : ০৫:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় মা ও তরুণী মেয়েকে ‘গরু চোর’ আখ্যা দিয়ে নির্মমভাবে পেটানোর এবং গ্রাম ঘুরানোর ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায়, কোমরে রশি বেঁধে দুই নারীকে প্রকাশ্য সড়কে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুলিশ গিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করায়।
শুক্রবার দুপুরে হারবাং পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ছবি প্রকাশের পরই এটি শনিবার দিবাগত রাতে সবখানে জানাজানি হয় এবং ফেসবুকজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। অভিযোগ আছে, স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলামের নির্দেশে তাঁর চৌকিদার দিয়ে মা ও মেয়েকে ধরে নিয়ে গিয়ে কোমরে রশি বেধে পুরো গ্রাম ঘুরানো হয়। পরে ইউপি কার্যালয়ে প্রকাশ্যে বেদম মারধর করা হয় তাদের। অন্যদিকে আহত মা ও মেয়ে চকরিয়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ‘মা ও মেয়ের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী কেউ অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




















