চকবাজারে প্রায় দুই কোটি টাকার অবৈধ পলিথিন এবং কাঁচামাল জব্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার অবৈধ পলিথিন এবং কাঁচামাল জব্দ করেছে এনএসআই এবং রেব।
গতরাত থেকে চকবাজার থানাধীন দেবীদাস ঘাট লেন ও হাজী বিল্লু রোডে অবস্থিত অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে তারা। অভিযানে অবৈধ পলিথিন, মেশিনপত্র ও পলিথিন উৎপাদনের কাঁচামালসহ প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। এসময় ১০ জনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অভিযানে ৫টি অবৈধ কারখানা সিলগালা করা হয়। এছাড়া মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।