ঘুষ নেয়ার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানার ওসি প্রত্যাহার, কনস্টেবল সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঘুষ নেয়ার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং একই থানার কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওসি মোখলেছুর রহমান আকন্দকে প্রত্যাহার এবং কনস্টেবল এমদাদকে সাময়িক বরখাস্তের আদেশ বৃহস্পতিবার রাতে দেয়া হয়েছে। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁকনহাটি গ্রামের আসাদুজ্জামান লুলুর সাথে জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল প্রতিবেশী নয়ন মিয়ার। এর প্রতিকার চেয়ে লুলু থানায় গেলে ওসি মোখলেস বিষয়টি সুরাহার জন্য ২০ হাজার টাকা ঘুষ চান। ভুক্তভোগী লুলু ১৭ হাজার টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। কনস্টেবল এমদাদকেও ১৫’শ টাকা ঘুষ দেন তিনি। গেলো রাতে পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।























