ঘর ভাড়া মওকুফ এবং কাজের সুযোগ দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ

- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অঘোষিত লকডাউনে রাজধানীর নিম্ন আয়ের মানুষ রাস্তায় নামছে। কোথাও কোথাও ঘর ভাড়া মওকুফ এবং কাজের সুযোগ দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে তারা। পুলিশ রিক্সার হাওয়া ছেড়ে দিয়ে আটকে রাখছে বলে অভিযোগ করছে রিক্সাওয়ালারা।
এভাবেই রাস্তায় মিছিল করছে দিনমজুর ও সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের দাবি, কাজের সুযোগ দিতে হবে। অন্যথায় সরকারকে নিয়মিত খাবারের ব্যবস্থা করতে হবে।
রাজধানীর বেশির ভাগ মোড়ে দেখা যায় গৃহ পরিচারিকার কাজ করে খাওয়া অনেক মানুষ ত্রাণের অপেক্ষায় বসে আছে। হঠাৎ বেকার হওয়া মানুষগুলোর চোখে-মুখে সব হারানোর ছায়া।
জনবিরল রাস্তায় যাত্রীর অপেক্ষায় ঝিমুচ্ছে রিক্সাওয়ালারা। পুলিশকে ফাঁকি দিয়ে দু’চার টাকা আয়ের আশায় বের হন তারা। কিন্তু, ধরা পড়লেই রিক্সা আটক করছে পুলিশ।
করোনা সক্রমণ রোধে পুলিশের এই কড়াকড়ি আচরণের বিপরীতে দু’বেলা খাবারের নিশ্চয়তা চান ভুক্তভোগীরা। তারা আশা করেন, একদিন হয়তো দুর্যোগ কেটে যাবে। কিন্তু, খাবারের অভাবে প্রিয়জনের মৃত্যু কেউ মানতে পারবে না বলে জানান তারা।