গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌছে দিতে ডিপিডিসি’র ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র চালু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষে গ্রাহকের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌছে দিতে ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র চালু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড- ডিপিডিসি।
দুপুরে ঢাকার তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ডিপিডিসি ভ্রাম্যমাণ সেবা দিয়েছে। এসময় সেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, ডিপিডিসির কোম্পানি সচিবসহ উধ্বর্তন কর্মকর্তারা। ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই সেবা ১ এপ্রিল পর্যন্ত চলবে। ফলে গ্রাহকরা এক জায়গাতে এসে যেকোন ধরনের সেবা দ্রুততার সাথে পাবেন। মিটার ও নাম পরিবর্তনসহ ১৫টি সেবা পাওয়া যাবে এখানে।























