গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার : পরিকল্পনা মন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে ঢাকার একটি হোটেলে সিভিল এনগেইজমেন্ট এলাইনস আয়োজিত লারনিং এণ্ড ক্লোসিং ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন ।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে দারিদ্রের হার কমলেও ধনী গরীবের বৈষম্য বেড়েছে। তাই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে বর্তমান সরকার । এ ছাড়াও করোনা মহামারির কারণে গ্রামীণ অর্থনীতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং আর্থিক সংকটে থাকা বেসরকারি এনজিও গুলোর সংকট নিরসনে কাজ করছে সরকার । সরকারের পাশাপাশি সুশীল সমাজ এক যোগে কাজ করলে দেশের দারিদ্রের হার আরো কমবে বলেও মত দেন পরিকল্পনা মন্ত্রী। অনুষ্ঠানে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন বলেও মত দেন বিশিষ্টজনরা ।





















