গ্রামীণফোনের সঙ্গে ‘নগদ’ এর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

- আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহক খুব সহজে যাতে নগদ এর সেবা নিতে পারেন সেজন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এবং মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড এর প্রক্রিয়া শুরু করেছে।
এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভূক্তিতে এর সেবা নিতে পারবেন। সম্প্রতি নগদ ও গ্রামীণফোন লিমিটেড এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে গ্রামীণফোন লিমিটেড এর গ্রাহকেরা তাদের মোবাইল ফোন থেকে কেবল *১১৭# ডায়াল করে পিন সেট করলেই নগদ এর গ্রাহক হয়ে যেতে পারবে। মহান বিজয় দিবসের দিনে এক ভার্চুয়াল অনুষ্ঠানে গ্রামীণফোনের গ্রাহকদের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ অত্যাধুনিক এই প্রযুক্তিগত উদ্ভাবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে নগদ ও গ্রামীণফোন লিমিটেড এর এই যৌথ পথ চলার শুভ উদ্ভোধন ঘোষণা করেন।