গ্রহণযোগ্য নির্বাচন করতে শতভাগ কাজ করছে নির্বাচন কমিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শতভাগ কাজ করছে কমিশন। বলেন, গণতন্ত্রকে অস্বিকার করা সুযোগ নেই। তাই নির্বাচনের মাধ্যমে একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুতি চলছে। এর জন্য সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সকালে জাকের পার্টির সাথে সংলাপে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সব ধরনের সহিংসতা রোধে সব দলের পরামর্শ গ্রহণ করে তার আলোকে কাজ করার কথাও জানান তিনি।সংলাপে নির্বাচনে সহিংসতা রোধ,কালো টাকা, পেশি শক্তি, রক্ত ঝরা বন্ধে ব্লক চেইন পদ্ধতি বা ঘরে বসে ভোট দেয়ার মাধ্যমে আগামী নির্বাচনে ভোট গ্রহনের প্রস্তাবনা দিয়েছেন জাকের পার্টি। এছাড়া নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করাসহ অনেকগুলো সুপারিশ তুলে ধরেন। নবম দিনের সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টি-বেজেপি অংশ নেয়নি।