গ্যাস স্বল্পতার কারণে উৎপাদনে বিঘ্ন ঘটায় দেশজুড়ে চলছে বিদ্যুতের লোডশেডিং
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
গ্যাস স্বল্পতার কারণে উৎপাদনে বিঘ্ন ঘটায় দেশজুড়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। সামনে এটি আরো প্রকট হওয়ার আশংকা করা হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় এলএনজি আমদানী কমছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং বেড়ে যাচ্ছে। গত ক’দিন ধরেই রাজধানী ঢাকা থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্রই বিদ্যুৎ চলে যাওয়ার খবর মিলছে। ২৪ ঘণ্টার মধ্যে অন্তত দু’ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। সোমবার সারাদেশে ১৪ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ ১২ হাজার ৮১৮ মেগাওয়াট উৎপাদন করা হয়। এদিন চাহিদার তুলনায় প্রায় ৯ শতাংশ কম বিদ্যুৎ উৎপাদন হয়।





















