গ্যাস সংকটে রাষ্ট্রীয় সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
গ্যাস সংকটে রাষ্ট্রীয় সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে সিইউএফএলে উৎপাদন শুরু হয়।
তবে গতকাল রাতে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু কয়েকদিন ধরে কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেডের কাছ থেকে চাহিদার অর্ধেক গ্যাসও পাওয়া যাচ্ছেনা বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনে সক্ষম সিইউএফএল। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন দুই কোটি টাকা ক্ষতি হবে বলে দাবি কর্তৃপক্ষের।




















