গ্যাস লিকেজ নিয়ে এসএটিভিতে খবর প্রচারে টনক নড়ে বাখরাবাদ কর্তৃপক্ষের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ফেনীর মহিপালে ১০০ মিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থান দিয়ে গ্যাস লিকেজ নিয়ে গতকাল এসএটিভিতে খবর প্রচারের পর টনক নড়ে বাখরাবাদ কর্তৃপক্ষের। এতে খুশি স্থানীয়রা।
আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ১০০ মিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থান দিয়ে গ্যাস লিকেজের মেরামতের কাজ শুরু করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। এতে করে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার- ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকে বলে জানিয়েছেন ফেনীর বাখরাবাদ কোম্পানীর ব্যবস্থাপক সাহাবউদ্দিন। এর আগে মহাসড়কের ফেনীর মহিপালের অংশ জুড়ে বিভিন্ন স্থান দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হতে থাকায় এলাকাবাসীর মধ্যে আতংক শুরু হলে এসএটিভিতে সংবাদ প্রচার করা হয়।