গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার’ গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার’ গুলিতে কাওছার আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।গতকাল রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেলে চোরাইপথে ভারত থেকে চিনি আনতে বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন কাওছার। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সঙ্গে থাকা অপর যুবক কাওছারের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিছনাকান্দি সীমান্তে এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ওই যুবক কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।