গোপালগঞ্জের মুকসুদপুরে অকেজো হয়ে আছে টেংরাখোলা-বোয়ালিয়া সেতু

- আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সংযোগ সড়ক না থাকায় গোপালগঞ্জের মুকসুদপুরে অকেজো হয়ে আছে টেংরাখোলা-বোয়ালিয়া সেতু। এতে দুর্ভোগে পড়েছেন কৃষক ও শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষ বলছে, জমি অধিগ্রহণ করা গেলে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হবে।
প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে, কুমার নদের উপর টেংরাখোলা-বোয়ালিয়া সেতু নির্মাণের ৪ বছর পার হলেও জমি অধিগ্রহণ করতে না পারায় পশ্চিম পাশে সংযোগ সড়ক নির্মাণ করতে পারেনি কর্তৃপক্ষ। মুকসুদপুর উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে গিয়ে উল্টো এ সেতুটিই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সেতু দিয়ে যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অন্যরা পড়ছেন চরম দুর্ভোগে।
সংযোগ সড়কের অভাবে বর্ষা মৌসুমে পানি ও কাদা জমে যাওয়ায় সেতু দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর, বোয়ালীয়া, উজানীসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষের।
এদিকে, জমির মালিকেরা জায়গা ছাড়তে না চাওয়ায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানালেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
দ্রুত জমি অধিগ্রহণের মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করে এলাকার জনগণের দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।