গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার্থী সজীব শেখকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধনকারীরা। এ মানববন্ধনে ওই শিক্ষার্থীর স্বজন ও পিংগলিয়া গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। গত ২০ জানুয়ারী রাত ৯টার দিকে উপজেলার পিংগলিয়া গ্রামের তছলু শেখের ছেলে ও কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের পরীক্ষার্থী সজীব শেখকে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।