গোপালগঞ্জে শুরু হয়েছে শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব

- আপডেট সময় : ০৫:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৭০৫ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোমুগ্ধকর নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করছেন শিল্পীরা। এ উৎসব শেষ হবে আজ। দীর্ঘদিন পর এমন আয়োজন পেয়ে খুশি সাধারণ মানুষ।
করোনার কারণে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ছিল। তবে, প্রকোপ কমায় শুক্রবার বিকেল থেকে দুই দিনব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। শেখ ফজলুল হক স্মৃতি অডিটরিয়ামে ভার্চুয়ালী যুক্ত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন জেলার বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান, তারা।
নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক।
দীর্ঘদিন ঘরবন্দি থাকা শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ উৎসব সহায়ক হবে বলে মনে করেন, জেলা প্রশাসক।
তৃণমূল পর্যায়ে প্রতি বছর সাংস্কৃতিক উৎসব আয়োজনের আশা করেন দর্শনার্থীরা।