গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগীতা

- আপডেট সময় : ১০:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগীতা। উদ্বোধনী খেলায় নড়াইল বিআরডি আদর্শ উচ্চ বিদ্যালয় ৪-১ গোলে গোপালগঞ্জ শেখ রাসেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। অন্য ম্যাচে ওয়াক ওভার পেয়েছে গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়।
বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুতেই বিআরডি আদর্শ উচ্চ বিদ্যালয় ২ গোলে এগিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরো এক গোলে এগিয়ে নেয় বিআরডি আদর্শ বিদ্যালয়। শেষ দিকে শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ১ গোল দিয়ে ব্যবধান কমালেও শেষ মুর্হূতে আরো এক গোলে করে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নড়াইল বিআরডি আদর্শ উচ্চ বিদ্যালয়। অন্য ম্যাচে প্রতিপক্ষ দল সময় মত মাঠে উপস্থিত হতে না পারায় ওয়াক ওভার পায় গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়। এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।