গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হলো।নিহতের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন আগে মোক্তার হোসেনের করোনা উপসর্গ দেখা দিলে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে তিনি নমুনা দেন। পরে তার নমুনায় করোনা পজেটিভ আসে। এরপর তিনি বাসায় চিকিৎসা নিলে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। করোনায় মারা যাওয়া মোক্তার হোসেনের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার শহরতলীর বেদগ্রাম পশ্চিমপাড়া গ্রামে। এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে মুকসুদপুর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন রয়েছেন।





















