গোপালগঞ্জ ও নাটোরে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালিত

- আপডেট সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালন করেছে গোপালগঞ্জ ও নাটোর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৌহিত্র।
সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জে আয়োজন করা হয় কেট কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের। সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স চত্ত্বরে কেক কাটেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর ছেলের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
কেক কেটে নাটোরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেছে জেলা আওয়ামী লীগ। বেলা ১১ টার দিকে শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল কেক কেটে উৎসবের সূচনা করেন। এসময় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।