গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরো দুইজনের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
 - / ১৫৭১ বার পড়া হয়েছে
 
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
বুধবার সকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকেরা সংঘর্ষ বাধে। এতে ২১ জন আহত হন। ওইদিন গুরুতর আহত কালাম শেখকে রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে মারাত্মক আহতাবস্থায় সহিদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও কালাই ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিদ ও বুধবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কালাই মারা যান।এ নিয়ে থানায় কোন মামলা দায়ের হায়নি।
																			
																		















