ইরানের পরমাণু বিজ্ঞানীর গুপ্ত হত্যার ঘটনায় বিভিন্ন ক্লু মিলেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ইরানের অন্যতম পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার ঘটনায় বিভিন্ন ক্লু পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাহমুদ আলাভি।
সোমবার তেহরানের ইমামজাদা সালেহর মাজার প্রাঙ্গনে ফখরিজাদের দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় মাহমুদ আলাভি এ কথা বলেন। করোনা ভাইরাসের কারণে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ফখরিজাদের জানাজায় শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তিই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সামরিক বাহিনীর বেশ কয়েক ডজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফখরিজাদের পরিবারের সদস্যরা ছিলেন। শুক্রবার গুপ্ত হামলার শিকার হয়ে মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের জন্য ইরানের দীর্ঘদিনের শত্রু ইসরাইলকে দায়ী করেছে ইরানের রাজনৈতিক নেতারা ও সামরিক বাহিনী। দেশটির পক্ষ থেকে ফখরিজাদেহের হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়েছে।