গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নীচে ঝাপ দিয়ে স্বামীর আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত দুলালউদ্দিন কালিয়াকৈর উপজেলার চান্দুরা মন্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গেলো রাতে নিজ বাড়িতে দুলালউদ্দিন তার স্ত্রী আয়েশাকে শ্বাসরোধে হত্যা করে। সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে এ ঘটনা দুলাল তার মেয়েকে জানায় এবং কিছুক্ষণ পর ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।
















