গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

- আপডেট সময় : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে ও ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট এলাকায় বাস চাপাসহ সড়ক দুর্ঘটনা প্রায়ই প্রাণ হারাচ্ছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। এরই প্রতিবাদে সকালে মহাসড়কে নেমে আসে টঙ্গী সরকারি কলেজ ও আশপাশের স্কুলের শিক্ষার্থীরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ এসে দাবির পূরণের ব্যাপারে আশ্বস্ত করলে প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থী মুরাদ হোসেনের হত্যাকারী মাসুদ রানার জামিন বাতিল ও হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় মোহাম্মদপুর ইউনিয়নবাসী এ মানববন্ধন হয়।