গাজীপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

- আপডেট সময় : ১২:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন পিংকু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
গেলরাত দেড়টার দিকে র্যাবের একটি টহল দল গোপন সংবাদে জানতে পারে- টিএন্ডটি বাজার এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। পরে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা রেব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারী কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে পিংকু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও এক হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন পিংকুর বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে বলে জানায় রেব।