গাজীপুরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শ্রমিক- মাসুদ সিকদার ঢাকার দোহারের কুশনহাটি গ্রামের বাসিন্দা। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে তিনি নিহত হন। শ্রীপুর থানার দারোগা মোহাম্মদ ইমতিয়াজ মাহফুজ জানান, সকালে ওই গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে শ্রমিকদের কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এরপর হাসপাতালে মারা যান মাসুদ। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হন।
















