গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক আফরোজা আক্তার ঝুমুরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় মর্নিংসান প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক ও মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সেলিম হোসেন ও তাঁর প্রতিবেশী আব্দুল মান্নানের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে সেলিম, তার বাবা ও স্ত্রী আফরুজা আক্তার ঝুমুর দলবল নিয়ে মান্নানের টিনের বেড়া ভেঙ্গে ফেলে। এসময় বাধা দিতে গেলে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তার মৃত্যু হয়।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ধানক্ষেত থেকে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ৯টায় ছনগাঁওয়ের ফারুক মাস্টারের বাড়ির পাশের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
























