গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত ও চার পুলিশ সদস্য আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু হানিফ নামে এক জন নিহত ও চার পুলিশ সদস্য আহত হয়েছে।
কালিয়াকৈর থানা পুলিশ জানায়, গেল রাতে উপজেলার হাবিবপুর এলাকায় থেকে আবু হানিফকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে । এক পর্যায়ে হানিফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় হানিফ। গুলি বিনিময়কালে পুলিশের চার সদস্য আহত হয়। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত আবু হানিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সন্ত্রাসী ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।
















