গাজীপুরে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গাজীপুরে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশু শান্তকে নিয়ে তার বাবা-মা উপজেলার বাঘের বাজার এলাকায় স্থানীয় একটি বাড়িতে ভাড়া থাকতেন। রবিবার বিকেলে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এরপর থেকেই শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। স্বজন ও প্রতিবেশীরা রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।























