গাজীপুর হাতিমারা থেকে লোহাকৈর পর্যন্ত সড়ক এখন মরণফাঁদ

- আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৫১৬ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের হাতিমারা থেকে লোহাকৈর পর্যন্ত তিন কিলোমিটার সড়ক এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। খানাখন্দ আর বৃষ্টির পানিতে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিল্প এলাকাটিতে প্রতিদিন দুর্ঘটনা ও দুর্ভোগে পড়েন সড়ক ব্যবহারকারী ও এলাকাবাসী।
গাজীপুর সিটি করর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা থেকে লোহাকৈর পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি যেন এখন দুর্ভোগের অপর নাম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে অসংখ্য গর্ত, আর বৃষ্টির সময়গুলোতে জমে থাকে পানি। গর্তে ভরা এই রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থাণীয়দের পাশাপাশি ভোগান্তির শিকার শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
হাতিমারা, লোহাকৈর, মৌচাক এবং সফিপুর এলাকার অন্যতম প্রধান সংযোগ সড়ক। বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচল তো দূরের কথা,পায়ে হেটে চলাচলও দুস্কর।
খানাখন্দ আর বৃষ্টির পানিতে সড়কটি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ঘটনা ও দুর্ভোগে পড়ছেন গাড়ির চালকরা।
দুর্ভোগের কথা স্বীকার করে, দ্রুতই সংস্কারের আশ্বাস সিটি করর্পোরেশনের।
রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও স্থানীয়দের প্রত্যাশা যেন প্রতিশ্রুতিই শেষ কথা না হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করবে এমনটাই দাবি স্থানীয়দের।