গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ

- আপডেট সময় : ০৫:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়া শেষ দিন ছিলো আজ।
আওয়ামী লীগ-বিএনপিসহ তিনজন মেয়র প্রার্থী তাদের কাগজপত্র জমা দিয়েছে। তবে আচরণ বিধি লঙ্ঘণের অভিযোগে তাদের শোকজ চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ৩০ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। তিনি কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগ মনোনিত মেয়ের প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান। এসময় তিনি প্রত্যাশা করেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কাজ করবেন। তৃণমূলের নেতাকর্মীরা নৌকাকে জয়ী করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বলেও জানান তিনি। ইভিএমে ২৫ মে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।