গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদের আগে ও পরে যানজটের আশঙ্কা
- আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ২০০২ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদের আগে ও পরে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। সড়ক উন্নয়ন কাজের ধীরগতি, খানাখন্দ তৈরি হওয়া, ড্রেনেজ ও ফুটপাত না থাকায় ভোগান্তি বাড়বে কয়েকগুণ। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ চলছে বলে জানিয়েছে জিএমপি ও হাইওয়ে ট্রাফিক পুলিশ।
রাজধানী থেকে গাজীপুরে প্রবেশ করলেই ধুলি ধুসরিত অচল রাস্তায় থমকে দাঁড়াতে হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুলাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যস্ত ১৫/২০ মিনিটের ১৬ কিলোমিটার সড়ক পাড়ি দিতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। উত্তরবঙ্গের ৩১ জেলার প্রবেশদ্বার এই রুটে দিনে ৫০/৬০ হাজার গাড়ি চলাচল করে। ঈদে এই মহাসড়কে গাড়ি বাড়বে দেড়গুণ। বাড়বে যাত্রীদের ভয়াবহ চাপ। এই নিয়ে এখনই চালকদের মধ্যে রয়েছে আশংকা ও অস্বস্থি।
শিল্প অধ্যশিত গাজীপুরে ঈদে কারখানা ছুটিতে বেড়ে যায় ঘরে ফেরা মানুষের চাপ। মহাসড়কের বর্তমান চিত্রে শংকিত যাত্রীরাও। তবে সড়ক সচল রেখে মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে কাজ করছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ।
ফুটপাথে দোকান বসতে না দিয়ে তা দখলমুক্ত রাখা, ফিটনেসবিহীন যানবাহন এবং ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার মহাসড়কে চলতে না দিলে যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন সড়ক সংশ্লিষ্টরা।





















