গাজীপুর ও কুমিল্লা থেকে দুইজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
গাজীপুর ও কুমিল্লায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের আমবাগ নামাপাড়ার একটি বিল থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় জানা যায়নি। কোনাবাড়ী থানা কর্মকর্তা মোহাম্মদ আবু সিদ্দিক জানান, আমবাগ নামাপাড়ায় বিলের পানিতে দুটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, কুমিল্লায় মজিবুর রহমান স্বপন নামে এক সৌদিপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলোরাতে নগরীর বজ্রপুর এলাকায় প্রবাসী নামক একটি ভবনের ৩য় তলার ফ্ল্যাট থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।