গাজায় হামাসের অবস্থান লক্ষ করে ইসরায়েলের বিমান হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থান লক্ষ করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সীমান্তে ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর কয়েকঘণ্টার ব্যবধানে শনিবার রাতে বিমান হামলা চালালো ইসরায়েল বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত দুই ফিলিস্তিনির মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। তার মাথায় গুলি লেগেছে। এ ছাড়া অন্য যারা আহত হয়েছে, তাদের মধ্যে অনেকের হাত, পা, পিঠ ও পেটে গুলি লেগেছে। ইসরায়েল জানিয়েছে, সীমান্ত সংঘর্ষে গুরুতর আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মে মাসে ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাত চরম রূপ ধারণ করেছিল। ১১ দিনের ওই সংঘাতে অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়। আর ইসরায়েলের পক্ষে নিহত হয় ১৩ জন। পরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ওই সংঘাত থামে।