গাজায় ইসরাইলি বিমান হামলায় ৭ ত্রাণকর্মী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৭ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এদের একজন ফিলিস্তিনি, অন্যরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক।
নিহত ত্রাণকর্মীরা মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন-ডব্লিউসিকের প্রতিনিধি হিসেবে গাজায় এসেছিলেন। এক্স পোস্টে ডব্লিউসিকে জানায়, গাজায় ফিলিস্তিনিদের মাঝে খাদ্য বিতরণের সময় ইসরাইলি বিমান হামলায় তাদের সদস্যরা নিহত হয়েছেন।এটা খুবই হৃদয়বিদারক ঘটনা। মানবিক সহায়তা কর্মী এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস জানায়, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করা এবং আন্তর্জাতিক ত্রাণকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যই এ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামাসের এ অভিযোগ অস্বীকার করে পালটা বিবৃতিতে আইডিএফের দাবি, ইসরাইলি বাহিনী কখনোই গাজায় ত্রাণ সরবরাহের বিপক্ষে নয়।