অগ্নিকাণ্ডে গুরুতর আহত ফায়ার ফাইটার গাউসুল আজম মারা গেছেন

- আপডেট সময় : ১২:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে গুরুতর আহত ফায়ার ফাইটার গাউসুল আজম মারা গেছেন। একই ঘটনায় নুরুল কাদের নামে এক মেকানিকেরও মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। এ নিয়ে সীতাকুণ্ড বিষ্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৮।
রোববার রাত ৩টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন গাউসুল আজম। ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথম ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিস কর্মীদের একজন ছিলেন তিনি। এতোদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আজম। তার দেহের ৭০ শতাংশই দগ্ধ ছিল। দু’দিন আগে তার অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু, কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ থেকেই বেশিরভাগ অগ্নিদগ্ধ হন।