গাইবান্ধায় সুমাইয়া আক্তার সেতু হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটীতে কলেজছাত্রী গৃহবধূ সুমাইয়া আক্তার সেতু হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।এ সময় খুনিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ করে তারা।
দুপুরে সদরের গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিয়েতে এক লাখ টাকা যৌতুকসহ কয়েক লাখ টাকার ঘরের প্রয়োজনীয় সরঞ্জামাদি দেন বাবা শাহিন মিয়া। এরপরও আরও এক লাখ টাকা দাবি করেন সুজন। চাহিদামতো এই টাকা দিতে অস্বীকৃতি জানালে সেতুর উপর নেমে আসে অমানবিক নির্যাতন।
নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ রানার ওপর হামলা, দোকান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং ঘটনর সাথে জড়িতদের গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।