গাইবান্ধায় ৪ বছরের শিশু হত্যার অভিযুক্ত শিরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা

- আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ বছরের শিশু বায়োজিদ হত্যার অন্যতম অভিযুক্ত শিরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী । গতকাল রাত সাড়ে আটটার দিকে পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বাজারের এক চায়ের দোকানে চা খেতে আসে আসামি শিরিকুল। খবর পেয়ে বায়োজিদের পরিবার লোকজনসহ বিক্ষুদ্ধ শতাধিক নারী-পুরুষ ওই চায়ের দোকানে ঢুকে শিরিকুলকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় এনে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিরিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। গত ১৩ মে উপজেলার বালুখোলা গ্রামের তাহেরুল ইসলামের শিশু পুত্র বায়োজিদ হোসেন নিখোঁজের ৫দিন পর খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিলেন নিহত শিরিকুল।