গাইবান্ধায় বিজিবির পিকআপ-যাত্রীবাহী বাস-অটো রিক্সার ত্রিমুখী সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ২১৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একটি পিকআপ, যাত্রীবাহী বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫ বিজিবি সদস্যসহ আট জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকাল ১১ টার দিকে একটি বিজিবির পিকআপ গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর একটি ব্যাটারি চালিত অটো রিক্সাও ক্ষতিগ্রস্ত হয়। এতে ৫ বিজিবি সদস্য, পিকআপের ড্রাইভার এবং বাসের দুই যাত্রী গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করে।

















