গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় এক যুবলীগ নেতার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত পৌনে তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি ফেরার পথে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ এলাকায় এলে ৭ থেকে ৮ জন তাদের গতিরোধ করে হামলা চালায়।এসময় ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আর লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় তার সঙ্গে থাকা কবিরকে। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এরমধ্যে জাহিদুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর রক্তক্ষরণ হওয়ায় মৃত্যু হয় তার।