গাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে শুরু হয়েছে ভাঙ্গন

- আপডেট সময় : ১২:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
উজান থেকে আসা ঢলে নদ-নদীর পানি বৃদ্ধির সাথে গাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙ্গন। ভাঙ্গনের কবলে প্রতিদিন ঘর-বাড়ি, বসতভিটাসহ ফসলী জমি হাড়াচ্ছেন নদী পাড়ের মানুষজন। এমন পরিস্থিতিতেও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কোন পদক্ষেপ না থাকার অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে, অভিযোগের কথা অস্বীকার করে ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।
ভাঙ্গনে প্রতিদিন ভিটে-মাটি হারাচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা পাড়ের কাশিম বাজার, সিংগিরজানিসহ ব্রক্ষপুত্র নদের ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বেশ কয়েকটি এলাকার মানুষ।
গত দু’সপ্তাহের অব্যাহত ভাঙনে ঘর-বাড়িসহ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন অনেক পরিবার। অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধ ও উচু স্থানে। প্রতিদিনেই ভাঙ্গছে নতুন-নতুন এলাকা, নদী গর্ভে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন স্থাপনা।
বার-বার স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ দেয়ার পরও ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানায় নদীপাড়ের মানুষ।
এদিকে, অভিযোগ অস্বীকার করে নদী ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ এ কর্মকর্তা।
পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে গাইবান্ধর ব্রহ্মপুত্র নদের ভুসিরভিটা, উড়িয়া, মধ্য উড়িয়া, এড়েন্ডাবাড়ি, সাঘাটা উপজেলার বাশঁহাটাসহ দশটি পয়েন্টে। দ্রুত ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।