গাইবান্ধায় একের পর এক উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র

- আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় হঠাৎ করে একের পর এক উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। তিন মাসের জেলার বিভিন্ন এলাকায় অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার হয়েছে কয়েকজন। এমন অস্ত্র উদ্ধারের অনেকটাই ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষের।
চলতি মাসের ১৫ তারিখ রাতে ফুলছড়ির দূগম চরে ডাকতির প্রস্তুতির সময় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সদার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিস্তুল- গুলি সহ গ্রেফতার হয় কয়েকজন । এর আগে অস্ত্র বিক্রি সময় হাতে ধরা পড়ে চার মটর সাইকেল আরোহী। সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে চার ঘটনায় ১৫ জন গ্রেফতার সহ দেশী-বিদেশী বন্দুক উদ্ধার করে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্ন বাজারের কামারের দোকান গুলোতে নজরদারী বাড়ানো দাবী জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে সব ধরনের অপকর্ম ঠেকাতে ও জেলাবাসীর সার্বিক নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকরাণ্ড ঠেকাতে জেলা পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।