গাইবান্ধা-৩ পলাশবাড়ি-সাদুল্লাপুর আসনের উপ-নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা-৩ পলাশবাড়ি-সাদুল্লাপুর আসনের উপ-নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি প্রার্থী ডাঃ মইনুল হাসান সাদিক।
সকালে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, আধুনিক সুবিধা সম্বলিত পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলা তৈরিসহ ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপি প্রার্থী । নির্বাচনে জয়ী হলে দ্রুত এ সব ইশতেহার বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সেই সাথে ভোটের দিন সুষ্ট পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি।