গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ে আটকে আছে ১৫ হাজার স্মার্ট ড্রাইভিং লাইন্সেস

- আপডেট সময় : ০৫:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় সঠিক সময়ে বিআরটিএ লাইন্সেস না দেয়ায় ভোগান্তিতে পড়েছেন কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল চালকরা। গত দু’বছর ধরে বিআরটিএ’র কার্যালয়ে ঘুরে স্মার্ট কার্ড না পাওয়ার অভিযোগ করছে ভুক্তভোগীরা। বিআরটিএ জানিয়েছে, প্রায় ১৫ হাজার কার্ড অফিসিয়াল জটিলতায় আটকে আছে। তবে, দ্রুত তা সমাধান করা হবে।
মাইক্রোবাসটির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির নাম হাফিজার। পেশায় গাড়ি চালক। দীঘ ২০ বছরের অধিক সময় ধরে ড্রাইভারী পেশায় যুক্ত তিনি। গত দেড় বছর আগে লাইন্সেস নবায়নের জন্য টাকা জমা দেন বিআরটিএ অফিসে। কিন্তু এখনও স্মাট র্কাড না পাওয়ায় পথে-পথে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাকে। অন্যদিকে, গাড়ি চালাতে স্মাট কার্ড না দেখাতে পারায় মালিকেরাও চাচ্ছে না গাড়ি দিতে।
একই অবস্থা গাড়ি চালক আলামিন ও সুজনের। বিআরটিএ অফিসে গিয়ে দেখা যায় স্লিপ হাতে ঘুরছেন অনেকে। পুলিশের চেক পোষ্টে লাইন্সেস-এর সাথে স্মাট কার্ড দেখাতে না পারলে ভোগান্তিতে পড়তে হয় তাদের।
পুলিশ বলছে স্মাট কার্ড না থাকায় শুধু মাত্র পরীক্ষায় উত্তীর্ণদের কাগজ দেখে ছেড়ে দেয়া হচ্ছে।
নানা অভিযোগের করণে কালো তালিকা ভুক্ত হয়েছে লাইন্সেস সরবরাহকারী প্রতিষ্ঠা টাইগার আইটি। তাদের কাছে আটকে আছে বিপুল সংখ্যাক র্স্মাট ড্রাইভিং লাইন্সেস।
দ্রুত এসমস্যার সমাধানে দাবি ভুক্তভোগীদের।