গাইবান্ধা পৌর কবরস্থানের বেহাল দশা

- আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
বেহাল দশায় গাইবান্ধা পৌর কবরস্থান। অল্প বৃষ্টিতে পানি জমে যায়, কবর দিতে এসে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। এছাড়াও পর্যাপ্ত আলোসহ রযেছে নানা ভোগান্তি। তবে চলতি বছরে প্রায় ৬ কোটি টাকার ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
কোদাল আর কাস্তে হাতে কবর খোড়া মানুষটির নাম টুলু মিয়া, দীর্ঘ ৫০ বছর ধরে এই পৌর গোরস্তানটি রক্ষনাবেক্ষণ করছেন তিনি। বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ১৫ হাজার মানুষের কবর খুড়েছেন তিনি । বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। আগের মত আর পরিশ্রম করতে পারেন না। তবে পৌর কর্তৃপক্ষ তার কাজে সহযোগিতার জন্য আরো চারজনকে নিয়োগ দিয়েছেন।
১৯২৩ সালে প্রায় ২ একর জমি নিয়ে কবরস্থানটি কার্যাক্রম শুরু হয়। তবে দীর্ঘদিনেও হয়নি তেমন কোন দৃষ্টমান উন্নয়ন।সামান্য বৃষ্টিতে পানি জমে যায় এছাড়াও কবরস্থানটিতে নেই কোন শেড, সাউন্ড সিষ্টেম পানির ব্যবস্থা, পর্যাপ্ত লাইট, শৌচাগার, অফিস কক্ষসহ প্রয়োজনীয় অনেক কিছুই। ফলে মরদেহ দাফন দিতে এসে পৌরবাসীকে পড়তে হয় নানা ভোগান্তিতে।
তবে চলতি বছরে প্রায় ৬ কোটি টাকার ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়ে। এটি আনুমোদন হলেই সকল সমস্যা সমাধান হবে।
শিগগিরই কেন্দ্রীয় কবরস্থান সংস্কার হবে এমনটাই প্রত্যাশা গাইবান্ধা পৌরবাসীর।