গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কাশিয়ানী থানার এসআই রোকোনুজ্জামান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানী থানার এসআই রোকোনুজ্জামান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান জানান, ভোরে থানা কোয়ার্টারের সিড়ির রডের সাথে এসআই রোকোনুজ্জামানকে ঝুলে থাকতে দেখতে পায় একই থানার এসআই নুরুল আনোয়ার। এসময় অন্যান্যদের সাথে নিয়ে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রোকোনুজ্জামান পারিবারিক কলহের কারণে আত্বহত্যা করেছেন। নিহতের মরদহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।