গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আ’লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমা নেই ফ্যাসিবাদের সমর্থকদের। তিনি জানান, আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি।
দীর্ঘদিন যাবত অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কদ্দুসকে দেখতে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, গণহত্যাকারী সবার বিচার হওয়া উচিত।
তিনি বলেন, আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি।
যারা মনে করে নির্বাচন প্রয়োজন নেই, তারা যেনো ভেবে দেখে বর্তমানে দেশে জনগণের সরকার দরকার। সংস্কার ও নির্বাচন দুটোই প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল।

















