গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কার করা কিটে মাত্র পনেরো মিনিটেই মানবদেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত

- আপডেট সময় : ০২:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কার করা কিটে মাত্র পনেরো মিনিটেই মানবদেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে যে পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষা করা হয় সেটি অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলেও জানান তিনি। তাই গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের আবিষ্কৃত কিট স্বল্পমূল্যে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে এর কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দিতে সরকারের প্রতি আহ্বান জানান একাত্তরের রণাঙ্গনের অন্যতম যোদ্ধা ডা. জাফরুল্লাহ।
করোনা ভাইরাসের থাবায় গোটাবিশ্বের সাথে বাংলাদেশেও প্রতিদিন বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। জ্যামিতিক হারে বাড়া করোনা ভাইরাস পরীক্ষায় হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলোও। প্রতিদিন সন্দেহজনক লাখো মানুষকে পরীক্ষা করতে ব্যয়বহুল এ কিটের খরচ নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থাও।
এমন অবস্থায় দেশের খ্যাতনামা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা স্বল্প ব্যয়ে করোনা শনাক্তের আরো আধুনিক কিট আবিষ্কার করে সবার নজর কেড়েছেন। সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরও এটি পরীক্ষা করে সন্তুষ্ট হওয়ায় কিট উৎপাদনে এরই মধ্যে কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে।
সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকরাও যখন প্রাণঘাতী করোনার আতংকে দিন কাটাচ্ছেন, তখন মানব সেবার মহান ব্রত নিয়ে এগিয়ে এলেন ডা. জাফরুল্লাহ ও তার গবেষক দল। এসএটিভির সাথে আলাপচারিতায় এই কিটের বিশেষত্ব তুলে ধরেন তিনি।
করোনা ভাইরাস শনাক্তের বর্তমান পদ্ধতিকে খুবই ব্যয়বহুল উল্লেখ করে স্বল্প দামে গণস্বাস্থ্যের আবিস্কৃত কিটে ভাইরাস শনাক্তের সাফল্যের কারণে কিট বানানোর কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ে এটি আরো কমদামে সরবরাহ সম্ভব বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধের মতো দলমত নির্বিশেষ করোনা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীকে রক্ষায় সরকারের সহায়তাও কামনা করেন ডা. জাফরুল্লাহ।
গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ সংগঠন– গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেডের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বাধীন গবেষক দল কোভিড-১৯ শনাক্তের এই কিট আবিষ্কারে সক্ষম হয়েছে বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।