গণপরিবহন চলতে সরকারের ঘোষণা মানতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি

- আপডেট সময় : ০৩:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৯৪৮ বার পড়া হয়েছে
ওমিক্রণ প্রতিরোধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলতে সরকারের ঘোষণা মানতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার থেকে শতভাগ যাত্রী নিয়েই বাস চলবে বলে জানিয়েছেন, সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্যাহ। তিনি জানান, এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
খন্দকার এনায়েতুল্যাহ বলেন, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট মেটাতে যত আসন তত যাত্রী নিয়ে বিআরটিসি বাস চলবে। তিনি আরও বলেন, অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। এই নির্দেশের প্রতিক্রিয়ায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্যাহ বাসভাড়া বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।