গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণফোরামের কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ অভিযোগ করেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, মানুষ বুঝতে পেরেছে কোন সৎ উদ্দেশ্য নিয়ে এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে না। বিশ্বের উন্নত দেশগুলো এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা থেকে বিরত থাকছে। ভোট নিয়ে মানুষের মনে কোন আপত্তি বা সন্দেহ থাকলেও এই পদ্ধতিতে চেক করার কোন সুযোগ থাকে না।চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি।