খুলনায় ছাত্রী ধর্ষণকারীর ফাঁসীর দাবিতে মানব বন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খুলনার রূপসা উপজেলার পালের বাজারে স্কুল ছাত্রী ধর্ষণকারী ইমদাদ মল্লিকের ফাঁসীর দাবিতে মানব বন্ধন হয়েছে।
কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের উদ্যোগে বেলা ১১টায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা অংশ নেন। স্কুল পরিচালনা পরিষদের সদস্য মজিদ হাওলাদারের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক সরদারসহ অনেকে। এসময় বক্তারা ধর্ষক ইমদাদুল মল্লিকের সর্ব্বোচ্চ সাজা- মৃত্যুদন্ড দাবিসহ ভিকটিম পরিবারের নিরাপত্তা প্রদান, এলাকার শান্তি-শৃংখলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ রক্ষার দাবি জানান।