খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ আজ। নগরীর সোনালী ব্যাংক চত্বরের মূল সমাবেশ শুরু হবে দুপুরে। এরই মধ্যো সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগরীর পিকচার প্যালেস মোড় থেকে শিববাড়ী মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মাইক বসানো হয়েছে। দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেছেন, বিভাগের অনেক উপজেলা থেকে রিজার্ভ করা গাড়ি সমাবেশে আসতে বাধা দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যানবাহন বন্ধ রাখা হয়েছে। সরকারের পদত্যাগ দাবিতে চলা আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে এই কর্মসূচির আয়োজন।